চাষের মাছ গুলোকে কি খেতে দেওয়া হয় জানেন?
আমি নিজ চোখে দেখেছি অনেক চাষের মাছ ব্যবসায়ী নিজেদের খরচ বাঁচাতে গিয়ে কসাইদের কাছ থেকে গরুর নাড়ি ভুড়ি আর চর্বি কিনে নিয়ে যায় এমনকি মৃত গরু, ছাগল, কুকুর বিড়াল, ইঁদুর পুকুরের এক কর্ণারের চৌবাচ্চায় ঢেলে দেয়, সেসব খাবার মাছ গুলো ঠুকরে ঠুকরে খায়। যাতে করে মাছ গুলো খুব দ্রুত বিক্রি উপযোগী হয়ে যায়।
Read More